জুয়েলস্ কেয়ার তার যাত্রা শুরু করেছিল ২০০৪ সালের ১১ই মে, সূদীর্ঘ এই পথ পরিক্রমায় প্রতিষ্ঠানটি তৈরি করেছে অসংখ্য ডাক্তার , ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট ও শিক্ষকসহ নানা শ্রেণির পেশাজীবি।
প্রতিষ্ঠানটির কর্ণধার এস এম রাশেদ ইমাম জুয়েল যিনি জুয়েল স্যার নামেই বেশী পরিচিত ।
তিনি ২০০২ সালে রাজশাহী বোর্ড থেকে এইচ এস সি পাশ করে ২০০৮ সালে ফার্মেসী বিভাগে অনার্স সহ মার্স্টাস করেন। তিনি থিথিসও করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. আব্দুর রশিদ স্যারের অধীনে ফার্মাকোলজি ও ফাইটোকেমিস্ট্রি বিষয়ে।
একাদশ-দ্বাদশ শ্রেণীর জন্য তার লেখা অপেরণ রসায়ন সহায়িকা ও রসায়ন হ্যান্ড নোট তাকে এনে দিয়েছে সু-বিশাল পরিচিতি। তার এই অভিজ্ঞতা , সৃজণশীলতার উপর এতো দক্ষতা এবং নতুন ধারার শিক্ষা পদ্ধতি তার প্রতিষ্ঠানটিকে করেছে অগ্রদূত।